কলকাতা বিভাগে ফিরে যান

সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো! জানেন কবে?

March 4, 2025 | < 1 min read

ছবি সৌজন্যে: metrorailnews

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৮ ও ৯ মার্চ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ, দুই রুটে আগামী শনি-রবিবার গড়াবে না মেট্রোর চাকা। একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অন্যদিকে শনিবার নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত পরীক্ষা রয়েছে। ফলে দুর্ভোগে পড়বেন হাজার হাজার নিত্যযাত্রী।

রেল জানিয়েছে, গোটা রুটে যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সম্পূর্ণ করিডরে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় মহড়া হবে। ফেব্রুয়ারিতে দু’দফায় আটদিন এইভাবে পরিষেবা বন্ধ রেখে প্রথম ট্রায়াল চলেছিল। তখন প্রায় গোটা দিন যাবৎ রেক আপ-ডাউন করিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এবার আরও নিবিড়ভাবে পরীক্ষা চলবে।

শোনা যাচ্ছে, বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশে ট্রায়াল রান চলাকালীন স্থানীয় বাসিন্দারা কম্পন অনুভব করেন। মেট্রো রেলের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা। সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে রেল। বিশেষ যন্ত্রের মাধ্যমে ট্রায়াল চলাকালীন কম্পনের পরিমাপ করা হয়েছে। দেখা গিয়েছে, তা ভূমির সহ্য ক্ষমতার চেয়ে অনেক কম। বাসিন্দাদের অযথা আতঙ্কিত না-হওয়ার বার্তা দেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে কাজ শেষ করার জন্য নির্মাণ সংস্থাকে চাপ দিচ্ছে মেট্রো। খবর মিলেছে, চলতি মাসে আরও কয়েক দফায় একই কারণে বন্ধ থাকতে পারে মেট্রো।

TwitterFacebookWhatsAppEmailShare

#east west metro, #metro services

আরো দেখুন