বিয়েই হয়নি অথচ Voter List-এ মেয়ের থেকে ছোট বাবা, কী করে সম্ভব? উঠছে অভিযোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাখা যাবে না একজনও ‘ভূতুড়ে ভোটার’। বাংলাজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি স্ক্রুটিনি শুরু করেছে তৃণমূল। আর তাতে উঠে আসছে চাঞ্চল্যকর সব ছবি। যেমন, কাটোয়া বিধানসভা এলাকায় ভোটার তালিকায় দেখা যাচ্ছে মেয়ের থেকে বাবা এক বছরের ছোট। এছাড়াও এই তালিকায় মেয়ে ও বাবার পরিচিতিরা একজন বাঙালি ও অপরজন অবাঙালি।
আরও পড়ুন: চব্বিশের ভোটের পর ভোটাররা তালিকা থেকে উধাও জীবিত ভোটাররা? স্ক্রুটিনিতে চাঞ্চল্য
জানা গিয়েছে বাবার পরিচয়ে ব্যক্তি রাহুল বণিক আসলে বিবাহিতই নয়। তাই তাঁর মেয়ের অস্তিত্ব অস্বীকার করছে তার পরিবার। এছাড়া মেয়ের পরিচয়ধারী পায়েল ভাটিয়া থাকেন পাঞ্জাবের চন্ডীগড়ে। তিনি কাটোয়ার ভোটার তালিকায় কীভাবে? কীভাবে ঘটছে এইসব ঘটনা, উঠছে প্রশ্নও। তাদের পরিবারের পক্ষ থেকে উঠেছে চক্রান্তের অভিযোগ। ছেলেটির পরিবারের বক্তব্য তাদের সন্তানের বদনাম করার জন্য এগুলো করা হয়েছে।
আরও পড়ুন: আলিপুরদুয়ারের পর ভূতুড়ে ভোটার নিয়ে শিলিগুড়ি, কোচবিহারে বৈঠক তৃণমূলের
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুবকের প্রশ্ন করা হলে লজ্জার সুরে তিনি জানান, তার মেয়ে বলে কেউ নেই। আসলে কী হয়েছে, সেটা তিনি বুঝতে পারছেন না। তবে এনিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ‘ভূতুড়ে ভোটার’ রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেছিলেন, ভোটার লিস্ট ‘ক্লিন’ করতে হবে। একজনও ‘ভূতুড়ে ভোটার’ রাখা যাবে না। আর এই কাজ করার জন্য দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজে কোনও গাফিলতি হলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন এলাকায় ‘ভূতুড়ে ভোটারে’র হদিশ মিলেছে বলে জানা গিয়েছে।