জলপাইগুড়িতে বেআইনিভাবে জেলা কার্যালয় বানানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলপাইগুড়িতে বেআইনিভাবে জেলা কার্যালয় বানানোর অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির জেলা কার্যালয় যেখানে অবস্থিত, সেখানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে। ফলে প্রয়োজনীয় অনুমতি ছাড়া সেখানে কোনও নির্মাণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। বেশ কয়েক বছর আগে একবার জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড বিজেপির জেলা কার্যালয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেয়। তারপর তা বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি আবার ভবন নির্মাণ শুরু হয়েছে। অভিযোগ, কোনওরকম বিল্ডিং প্ল্যান পাশ না করিয়েই জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে দলের এই জেলা কার্যালয় ভবন নির্মাণ করছে বিজেপি।
যদিও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বক্তব্য, শহরে যে কোনও নির্মাণের জন্য পুরসভার কাছ থেকে বিল্ডিং প্ল্যান পাশ করাতে হয়। বিজেপির পার্টি অফিস করতে না দেওয়া আমাদের লক্ষ্য নয়। কিন্তু জমি সমস্যার সমাধান হওয়ার পর অনলাইনে বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে তবেই ভবন নির্মাণ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে পুরসভা আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথে হাঁটবে।
যদিও এনিয়ে পাল্টা তোপ দেগেছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। তাঁর হুঙ্কার, ‘তৃণমূলের দম থাকলে আমাদের পার্টি অফিসে নির্মাণ ভাঙতে আসুক। তখন আমরা দেখে নেব।’ আগামী দিনে জলপাইগুড়ি দলের জেলা কার্যালয়ে ঝা চকচকে পাঁচতলা ভবন তৈরি হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।