আসানসোলে হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু স্টল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন কয়েক আগে শুরু হয়েছিল আসানসোলে হস্তশিল্প মেলা। বুধবার ঘড়িতে দুপুর দেড়টা নাগাদ আসানসোলের পোলো গ্রাউন্ডে সেই হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন লাগে। যদিও আগুন লাগার ঘটনার প্রায় এক ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে ১০ থেকে ১২টি স্টল পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার জেরে মেলার কর্মীরা ক্ষুব্ধ৷ কার গাফিলতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।
আসানসোলে হস্তশিল্প মেলায় আগুন লাগায় বড় ক্ষতি হয়ে গেল বলে মনে করা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলতে থাকায় সব ভস্মীভূত হয়ে গিয়েছে। বেশ কিছু মূল্যবান সামগ্রী আগুনের গ্রাসে চলে আসে বলে অভিযোগ। ব্যবসায়ীদের একাংশ জানান, আগুনে আপাতত ৬টি দোকান পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে দোকানদাররা জানিয়েছেন, মেলায় থাকা খাবারের দোকান থেকে আগুন লেগে যায়। সেটাই এত ভয়াবহ আকার নেয় যে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে।