পাঁচশো জন হোমগার্ড নিয়োগ করছে লালবাজার, মিলেছে নবান্নের অনুমোদন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন করে ৫০০ জন হোমগার্ড নিয়োগ করবে কলকাতা পুলিশ। সোমবার এই সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে নবান্ন। নতুন অর্থবর্ষের প্রথম দিকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর।
কলকাতার নগরপালকে পাঠানো ছাড়পত্রে বলা হয়েছে, “নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ ৪৫০ জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্য থেকে। বাকি ৫০টি পদে নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিকদের।”
হোমগার্ড নিয়োগের জন্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। এক দফা বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হবে। সিভিকদেরও লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাশ করা যাবে, তা এনরোলমেন্ট কমিটি নির্ধারণ করবে। ভাঙড় অধিগ্রহণ করার পর কলকাতা পুলিশের এলাকা ৩২৪ বর্গ কিমি থেকে বেড়ে ৫৩০ বর্গ কিমি হয়েছে। নরেন্দ্রপুর থানা ভেঙে আরও দু’টি নতুন থানা কলকাতা পুলিশে যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলেও শোনা যাচ্ছে। সে’কারণেই একবারে পাঁচশো জনকে হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে