রাজ্য বিভাগে ফিরে যান

‘লেট নাইট বাস সার্ভিস’ চালু করেছে রাজ্য পরিবহণ নিগম

March 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অফিস কর্মীদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম কলকাতায় নতুন করে ‘লেট নাইট বাস সার্ভিস’চালু করেছে। ফলে রাত ১১টা পরেও বাস পাওয়া যাবে। শহরের গুরুত্বপূর্ণ ২০টি রুটে রাত পৌনে ১১টায় ছাড়বে শেষ বাস। অর্থাৎ বাসের দেখা রাস্তায় পাওয়া যাবে প্রায় রাত ১২টা, সাড়ে ‌১২ টা পর্যন্ত। ফলে বেশি রাতে যারা অফিস-কাছারি থেকে বেরন, দোকান বন্ধ করে বাড়ি ফেরেন, তাঁদের ফিরতে আর কোনও অসুবিধা হবে না। সরকারি, বেসরকারি উভয় বাসই পাওয়া যাবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে।

এসি ২৪এ, এসি৫, এসি৫০এ, এসি ১২ডি, এসি ৩৯, ইবি ১৪, ই১, এস২৪, এস৭, এস৩এ, এস৩০, এস১২ডি, এসি ৩৭, এসি৪৭, এসি৫৪, এস১২, এস১০এ, এস৩১, ই৩২, এস২২ এই সমস্ত রুটগুলোতে এই বিশেষ পরিষেবা মিলবে। সোম থেকে শুক্র এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। বাসগুলো ধর্মতলা, এক্সাইড, রাসবিহারি, টালিগঞ্জ মেট্রো, কামালগাজি, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, উল্টোডাঙা, ডানলপ, শ‌্যামবাজার, গিরীশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা ১৪ নম্বর, তারাতলা, সায়েন্সসিটি, খিদিরপুর, পার্ক সর্কাস, পিটিএস এই সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো কভার করছে এই বাসগুলো। এর পাশাপাশি দূরপাল্লার রুটের জন‌্য ৬টি নতুন ভলভো বাস কিনছে রাজ‌্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Night Bus, #Wbtc, #Late night bus service, #West Bengal, #Kolkata, #transport dept

আরো দেখুন