অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে লন্ডন যাচ্ছেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্চের তৃতীয় সপ্তাহেই লন্ডনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা খবর আগে থেকেই ছিল। কারণ, ইউকে-তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডন সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মমতা। আগামী ২১ মার্চ তিনি বিদেশ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। বিশ্বের অন্যতম প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি।
আগামী ২১ মার্চ কলকাতা থেকে বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে যাবেন লন্ডন। অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি মমতা আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সেখানে কয়েকজন শিল্পপতির সঙ্গেও কথা বলবেন তিনি। কী বিষয়ে তিনি ভাষণ দেবেন, তা জানা যায়নি। এর আগে ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে মমতার ভাষণ দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান। শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দিতে হয়েছে বলে জানিয়েছিল অক্সফোর্ড ইউনিয়ন। আর সেই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৫ সালে লন্ডন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।