রাজ্য বিভাগে ফিরে যান

‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক হল আজ, পরবর্তী বৈঠক ১৫ মার্চ

March 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটার তালিকার ‘ভূত’ তাড়াতে তৃণমূল কংগ্রেসের নব গঠিত কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। গত সপ্তাহে নেতাজি ইন্ডোরে দলের মেগা বৈঠকে সে বিষয়ে সতর্ক করার পাশাপাশি ‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে দলের তরফে একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সেইমতো আজ, বৃহস্পতিবার সাতদিনের মাথায় তৃণমূল ভবনে বৈঠকে বসল এই কমিটি। সূত্রের খবর, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও রয়েছেন সমস্ত জেলার তৃণমূল সভাপতিরা।

গত ২৭ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই নিজের নিজের জেলায় ফিরে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু করেছিলেন বিধায়ক, জেলা সভাপতিরা। কোচবিহার থেকে কাকদ্বীপ – সর্বত্র শুরু হয় ‘ভূতুড়ে’ ভোটার খোঁজার কাজ। দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের একাধিক জায়গায় দেখা যায়, বিস্তর গরমিল রয়েছে ভোটার তালিকায়। ভিনরাজ্যের ভোটারদের নাম রয়েছে এ রাজ্যের তালিকায়। রাজ্যজুড়ে সবমিলিয়ে এই সংখ্যা কয়েকশো। এনিয়ে আলাদা রিপোর্টও তৈরি হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এই নিয়েই আলোচনায় বসেছেন দলের ওই কমিটি। সূত্রের খবর, দুপুর ১টা থেকে শুরু হওয়া বৈঠকে জেলা সভাপতিরাও রয়েছেন।

ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে পরবর্তী বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ১৫ মার্চ ভোটার কার্ড ইস্যুতে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক। ওই বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি দলের জেলা সভাপতি, বিধায়ক এবং নেতৃত্বকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fake voters, #Core committee, #ghost voters, #Voter list, #tmc, #core committee meeting

আরো দেখুন