রাজ্য বিভাগে ফিরে যান

ভূতুড়ে ভোটার তাড়াতে দরকার ভোটার কার্ডে Unique ID নম্বর, কমিশনে দাবি তৃণমূলের

March 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে ‘ভূতুড়ে’ ভোটার তাড়াতে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। অভিযোগ ছাব্বিশের নির্বাচনে ‘ভূতুড়ে’ ভোটারের ভরসায় বিজেপির ভোটে জিততে চাইছে। এনিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের দাবি,  ভূতুড়ে ভোটার তাড়াতে ভোটার কার্ডে দরকার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর।

বৃহস্পতিবার কমিশনে স্মারকলিপি জমা দেয় এই প্রতিনিধি দল। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘’কমিশনের ২৮ নম্বর রুলে যা রয়েছে, তা লঙ্ঘিত হচ্ছে। আমরা বলেছি কমিশনকে আইন মেনে যা করার করতে হবে।’’

 তৃণমূলের দাবি, আধার কার্ড, পাসপোর্টের মতো যেমন ভোটার কার্ডেও Unique ID চালু করতে হবে। একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভোটার কার্ড রাখা যাবে না। অর্থাৎ কেবলমাত্র একজনেরই হবে একটি epic number। রাজ্যের শাসক দলের আরও অভিযোগ, বাংলার ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। তাই আগে ভোটার কার্ডে বিধানসভা এবং লোকসভা কেন্দ্র উল্লেখ থাকলেও কোন অভিসন্ধিতে তা তুলে দেওয়া হল? এর নেপথ্যে বিজেপির ‘চক্রান্ত’ রয়েছে বলে মনে করছে তৃণমূল।

উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেছিলেন ভুয়ো ভোটার ব্যবহার করে ছাব্বিশের ভোট বৈতরনী পার করতে চাইছে বিজেপি। তিনি দাবি করেছিলেন, বাংলার ভোটার লিস্টে ভিনরাজ্যের ভোটারদের নাম তোলা হচ্ছে। এর স্বপক্ষে বেশ কিছু নামও প্রকাশ করেছিলেন তিনি। একইসঙ্গে ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিত করতে একটি কমিটিও গড়ে দিয়েছেন মমতা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Voter Card, #tmc, #State Election Commission, #unique ID

আরো দেখুন