রাজ্য বিভাগে ফিরে যান

আজ বৈঠকে বসছে ভূতুড়ে ভোটার সাফাই সংক্রান্ত তৃণমূলের কোর কমিটি

March 6, 2025 | < 1 min read

তৃণমূলের মিটিং, ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি বৈঠকে বসছে। মনে করা হচ্ছে, বৈঠকে ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ভোটার তালিকা সাফাই অভিযানে জেলায় জেলায় বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। কোর কমিটির সদস্যদের বিভিন্ন জেলা দেখভালের দায়িত্ব আজ ভাগ করা হবে বলে খবর।

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলের সভা থেকে ভুয়ো ভোটার নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক এপিক নম্বরে একাধিক ব্যক্তির ভোটার কার্ডের তথ্য তুলে ধরে অভিযোগ তোলেন মমতা। ভোটার তালিকা পরীক্ষা করতে দলের সর্বস্তরের কর্মীদের নির্দেশ দেন। ভোটার তালিকার কাজ দেখভাল করতে সেদিনই কোর কমিটির কথা ঘোষণা করেন মমতা। কোর কমিটির ৩৬ জন সদস্যের নাম জানিয়ে দেন।

তৃণমূল ভবনে কোর কমিটির সদস্যরা আজ বৈঠকে বসছে। কোর কমিটি ছাড়াও বৈঠকে ডাকা হয়েছে তৃণমূলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের। বৈঠকে জেলা ভিত্তিক পর্যালোচনা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #tmc, #Meeting, #Fake voters, #ghost voters, #core commitee

আরো দেখুন