রাজ্য বিভাগে ফিরে যান

ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে এগিয়ে বাংলা? বলছে খোদ কেন্দ্র

March 7, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি শাসিত কেন্দ্র সরকারের প্রকল্পেই উৎসাহ হারাচ্ছে ডবল ইঞ্জিন রাজ্যেগুলো, চাঞ্চল্যকর তথ্য খোদ কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। জানা গিয়েছে, উচ্চশিক্ষায় ঋণ সংক্রান্ত কেন্দ্রীয় ভর্তুকি প্রকল্প থেকে বিজেপি শাসিত রাজ্যগুলি মুখ ফিরিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলা।

পিএম–ইউএসপি-র অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মসূচি সিএসআইএস। এই কর্মসূচির আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় সহযোগিতা করে কেন্দ্র সরকার। সংখ্যালঘু, বিশেষভাবে সক্ষম, তফসিলি জাতি, উপজাতি, মহিলারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান। দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই কর্মসূচি তেমন আবেদন জমা পড়ছে না।

শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএসআইএস কর্মসূচিতে মোট আবেদন জমা পড়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৪৭৫টি। প্রথম তিনে রয়েছে অবিজেপি শাসিত রাজ্যগুলি। বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থান নিচের দিকে। শীর্ষে কর্নাটক। সে রাজ্য থেকে আবেদন জমা হয়েছে ৬৮,৬৫৭টি। দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু। তাদের আবেদন সংখ্যা ৬৭,৪১৯টি। তৃতীয় স্থানে রয়েছে কেরল। যাদের আবেদন জমা পড়েছে ৬৪,৪৩৪টি।

অন্যদিকে বিজেপি শাসিত অসমে আবেদন করেছে দেড় হাজারেরও কম। ত্রিপুরায় আবেদন মাত্র ৫৭৬টি। মোদীর রাজ্য, গুজরাতে আবেদন জমা পড়েছে চার হাজারের মতো। হরিয়ানাতে সাড়ে তিন হাজার। সেখানে বাংলা থেকে আবেদনের সংখ্যা ৮, ৬৮৮টি। উল্লেখ্য, উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলার সরকারের নিজস্ব প্রকল্প রয়েছে। তা সত্ত্বেও ডবল ইঞ্জিন রাজ্যগুলোকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #development, #union govt report

আরো দেখুন