জঞ্জাল সাফাইের জন্য ২৫টি অত্যাধুনিক কমপ্যাক্টর কিনতে চলেছে বিধাননগর পুরসভা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধাননগর পুরসভার জঞ্জাল সাফাই বিভাগ আবর্জনা পরিষ্কারের জন্য ২৫ অত্যাধুনিক কমপ্যাক্টর কিনতে চলেছে। তা পুরসভার হাতে এসে গেলেই এই কুইক রেসপন্স টিম তৈরি করা হবে বলে খবর।
বিধাননগর পুরসভার মধ্যে রয়েছে ৪১টি ওয়ার্ড। সল্টলেক সহ একাধিক জায়গায় আবর্জনা জমে থাকে বলে প্রায় অভিযোগ ওঠে। পুরসভার দাবি, আগে বিধাননগর পুরসভার জঞ্জাল ফেলা হতো সেক্টর ফাইভ এলাকার মোল্লার ভেড়িতে। আদালতের নির্দেশে বেশ কয়েক বছর তা বন্ধ। তাই এখন বিধাননগরের জঞ্জাল ফেলা হচ্ছে কলকাতার ধাপায়। তাতে যাতায়াতেই অনেক সময় চলে যাচ্ছে। ফলে সমস্ত জঞ্জাল নিয়ে গিয়ে ফেলতে সমস্যা হয়। দ্বিতীয়ত, সকালে জঞ্জাল সংগ্রহ করা হয়। রিয়েল টাইম জঞ্জাল সংগ্রহ করা হয় না। অর্থাৎ সকালে সংগ্রহ করার পর বিকেলে যদি আবর্জনা জমে তা হলে তা পরের দিন সকাল পর্যন্ত থাকে। ২৫ নতুন কমপ্যাক্টর কেনা হলে রিয়েল টাইম জঞ্জাল সাফাই শুরু হবে।
প্রসঙ্গত বিধাননগরে জঞ্জাল পরিষ্কার নিয়ে কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষোভপ্রকাশ করেছিলেন। তারপর সাফাই কাজে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের আর্থিক বাজেটেও জঞ্জাল সাফাই খাতে প্রায় ৪২ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করার প্রস্তাব রাখা হয়েছে। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (জঞ্জাল সাফাই) দেবরাজ চক্রবর্তী বলেন, ২৫টি অত্যাধুনিক কমপ্যাক্টর কেনার জন্য শীঘ্রই টেন্ডার করা হবে। ওই মেশিন চলে এলে বিধাননগরে রিয়েল টাইম জঞ্জাল সাফাই করা হবে। অর্থাৎ সব সময় ক্লিন থাকবে শহর। তবুও কোথাও যদি জঞ্জাল সাফাই না হয় তাহলে এলাকার নাগরিকরা আমাদের ফোন করতে পারবেন।