একডজন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে জালিয়াতি, তদন্তে লালবাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাসের শেষ, টাকা তুলতে এটিএমে গেলেন। এটিএমের নির্দিষ্ট স্লটে আটকে গেল আপনার ডেবিট কার্ড। বিস্তর টানাটানি করলেন। কোনও লাভ হল না! আপনার বিপদ দেখে এটিএমে হাজির হল দুই যুবক। তাঁদের পরামর্শমতো এটিএম ইঞ্জিনিয়ারকে ফোন করে বাইরে অপেক্ষা করছেন আপনি। হঠাৎ ফোনে মেসেজ। অ্যাকাউন্ট থেকে সাড়ে ৩৭ হাজার টাকা ‘হাওয়া’!
না, এতক্ষণ কোনও কাল্পনিক গল্প শুনছিলেন না। এটি বাস্তবে ঘটেছে। গত ১০ দিন ধরে এই ধরনের জালিয়াতি হয়ে আসছে। কলকাতার সার্ভে পার্ক, টালিগঞ্জ, ঠাকুরপুকুর, বউবাজার, বেলেঘাটা, দমদমের ঘুঘুডাঙা, গোরাবাজার, চিড়িয়ামোড় এবং হুগলির কোন্নগর সব জায়গায় খোয়া গেছে মোটা অঙ্কের টাকা।
এক ডজন জালিয়াতির মধ্যে ১১টি ঘটনা ঘটেছে জনপ্রিয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে। তদন্তে নেমেছে লালবাজারের সাইবার থানার গোয়েন্দারা। পুলিশ জানাচ্ছে বিহার ও ঝাড়খণ্ডের একাধিক চক্র জড়িত।