বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাজ্য পুলিশের হাতে এল আকাশবাণী
March 8, 2025 | < 1min read
ছবি: প্রতীকী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে রাজ্য পুলিশের কাছে এখন দুটি বিশেষ ড্রোন রয়েছে।
প্রথম ড্রোনটি আকাশ থেকে নিচে বিক্ষোভকারীদের সতর্ক করবে যার নাম আকাশবাণী। কে বানিয়েছে আকাশবাণী? পশ্চিম মেদিনীপুরের বর্তমান পুলিশ সুপার ধৃতিমান সরকার এই বিশেষ ড্রোনটি তৈরি করেছেন।
১) ড্রোনটি মাটি থেকে ৪০০ ফুট উপরে উঠতে পারে।
২) ওয়াকি টকি বা ম্যানপ্যাক-এর সাহায্যে ‘লাইভ’ নির্দেশ বা সতর্কও করা যায়।
৩) ড্রোনের পুরো উড়ান নিয়ন্ত্রণ হবে ‘জিপিএস’ এর মাধ্যমে।
৪) ‘ব্যাক টু ডক’ প্রযুক্তি – নিখুঁতভাবে ড্রোন আকাশ থেকে নেমে আসবে নীচের জায়গায়।
আরও একটি ড্রোন যেটি রাজ্য পুলিশ পাচ্ছে সে শুধু ছত্রভঙ্গ করবে না, প্রয়োজনে ছোঁড়া যাবে টিয়ার গ্যাস-এর শেল। এক একবারে ছ’টি করে শেল এই বিশেষ ধরনের ড্রোনে ব্যবহার করা যাবে।