নতুন তিন বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট, কারা তাঁরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন তিনজন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট। ইতিমধ্যেই অতিরিক্ত তিন বিচারপতির নামে সিলমোহর দেশের আইনমন্ত্রক। শনিবার আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল, তাঁদের নাম জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা হাই কোর্টের জন্য অতিরিক্ত তিন বিচারপতি হলেন বিচারপতি স্মিতা দাস দে, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র, বিচারপতি ওম নারায়ণ রাই। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মোট পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছিল। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে আলোচনা করে তার মধ্যে থেকে তিনজনকেই বেছে নেওয়া হল।
৬ মার্চ, কলেজিয়াম কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি করার সুপারিশ জানায়। সব ঠিক থাকলে ২০৩১ সালে প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি বাগচী। এবার নতুন তিনজন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট।