মার্চের ১৫ নয় ১৬! কেন পিছিয়ে গেল ভূতুড়ে ভোটার নিয়ে অভিষেকের ডাকা বৈঠক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সেবাশ্রয়ের কাজে ব্যস্ত থাকায় ৬ মার্চ ভূতুড়ে ভোটার সংক্রান্ত তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে হাজির থাকতে পারেননি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বদলে ১৫ তারিখ ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, শনিবারের বদলে ১৬ মার্চ অর্থাৎ রবিবার ভার্চুয়ালি বৈঠক বসবেন অভিষেক।
২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে ভুয়ো ভোটার ইস্যুতে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক হয় ৬ মার্চ। বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫ মার্চ তিনি ভার্চুয়াল বৈঠক করবেন বলে খবর মেলে। এবার সেই বৈঠকের দিন পিছিয়ে গেল। ওয়াকিবহাল মহলের মতে, দোল ও হোলি থাকায় শনিবারের বদলে রবিবার বৈঠক ডাকা হয়েছে।