রাজ্যে রাজ্যে ভাষা যুদ্ধের ছাই-চাপা আগুন, BJP-কে সতর্কবাণী সঙ্ঘের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে বার বার হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠেছে। অহিন্দি রাজ্যগুলো, হিন্দি চাপানোর অভিযোগে বিঁধেছে বিজেপি তথা মোদী সরকারকে। তামিলনাড়ুর পর মহারাষ্ট্রেও ভাষা নিয়ে ক্ষোভ বাড়ছে। ক্ষোভের লক্ষ্য সঙ্ঘ পরিবার। বিজেপি তথা সঙ্ঘ ক্রমেই অহিন্দি রাজ্যগুলিতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগে সরব তৃণমূল-সহ আঞ্চলিক দলগুলি।
বাঙালি অস্মিতা রক্ষার সুর বেঁধে ভোটে লড়ে তৃণমূল। অন্যদিকে, তামিলনাড়ুতে শাসক দল ডিএমকে ঘোষণা করেছে, ছয়ের দশকের ভাষা রক্ষা আন্দোলন ফের শুরু হবে। আগামী বছর তামিলনাড়ু ও বাংলার ভোট। দক্ষিণের রাজ্যে আবার তামিল ভাষার আবেগ মাথাচাড়া দেওয়ায় বিজেপি উদ্বিগ্ন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বিজেপিকে বার্তা দিয়েছে, ভাষা বিদ্বেষ যেন কোনওভাবেই মাথাচাড়া না দেয়।
মহারাষ্ট্রে সঙ্ঘের অন্যতম প্রধান কর্তা ভাইয়াজি যোশি বলেছেন, মারাঠা ভাষাই একমাত্র মহারাষ্ট্রে থাকার শর্ত হতে পারে না। মুম্বইয়ে তো মারাঠা নয়, গুজরাতি ভাষাতেও কাজ চলে। মহারাষ্ট্রে গোটা দেশের সব ভাষাভাষীর মানুষ থাকে। ভাইয়াজি যোশি কেন মুম্বইয়ে গুজরাতি ভাষার গুণগান করলেন? অভিযোগে সরব (উদ্ধব)শিবসেনা। শারদ পাওয়ারের এনসিপিও প্রবল আক্রমণ করেছে। বলা হয়েছে, ভাইয়াজি মারাঠা অস্মিতাকে অপমান করেছেন। বিরোধীরা দাবি করে ভাইয়াজিকে ক্ষমা চাইতে হবে। প্রবল চাপের মুখে অবশ্য নিজের বক্তব্য থেকে সরে এসেছেন ভাইয়াজি। দিকে দিকে ভাষা নিয়ে যাতে সংঘাতের আবহ তৈরি না হয়, তাই মাঠে নামছে সাবধানী সঙ্ঘ। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হবে কয়েকদিনের মধ্যে।