আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, কিং কোহলির সামনে কোন কোন নজির গড়ার সুযোগ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। গোটা টুর্নামেন্টজুড়ে দুরন্ত ছন্দে আছেন বিরাট কোহলি। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলে তিনি দেশকে ফাইনালে পৌঁছে দিয়েছেন। বিরাট বড় ম্যাচের খেলোয়াড়। আজ ফাইনালেও কেমন খেলবেন কোহলি? কোহলির সামনে রয়েছে একাধিক নজির গড়ার হাতছানি।
২২৭ রান করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মুহূর্তে সর্বোচ্চ রানের মালিক ইংল্যান্ডের বেন ডাকেট। কোহলি তাঁর থেকে ১০ রান পিছিয়ে। ফাইনালে তাঁর ব্যাটে বড় রান এলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন তিনি।
এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে তাঁর সংগ্রহ ৭৯১ রান। কোহলি ১৭টি ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান করেছেন। আজ ৪৬ রান করতে পারলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি।
ফাইনালে ৫৫ রান করতে পারলেই কুমার সঙ্গকারাকে পিছনে ফেলে ওয়ান ডে-তে সর্বোচ্চ রান করার নিরিখে দু’নম্বরে উঠে আসবেন কোহলি। ৩৮০ ইনিংসে ১৪,২৩৪ রানের মালিক সঙ্গকারা। কোহলি ২৮৯ ইনিংসে ১৪,১৮০ রান করেছেন। শীর্ষে আছেন সচিন।