রাজ্য বিভাগে ফিরে যান

শিয়ালদহ শাখায় শীঘ্রই চালু হচ্ছে এসি লোকাল ট্রেন, ভাড়া শুনলে চমকে উঠতে পারেন

March 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ মেইন শাখায় খুব শীঘ্রই চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। এই পরিষেবা চালু হলে যাত্রীদের আরামদায়ক যাতায়াতের পাশাপাশি, শহরের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। দিন কয়েকের মধ্যেই প্রথম এসি লোকাল ট্রেনের রেক এসে পৌঁছবে শিয়ালদায়। আর তার আগে এসি লোকাল ট্রেনে চড়ার খরচ জানা গেল।

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সোশ্যাল মিডিয়ায় শিয়ালদা থেকে কৃষ্ণনগরের এসি লোকাল ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করেছেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ভাড়া ২৮০ টাকা (যাতায়াত) অর্থ্যাৎ একদিকের ভাড়া পড়বে ১৪০ টাকা। আর এই লাইনে মাসিক টিকিটের দাম ২৮১৫ টাকা। পূর্ব রেল সূত্রে খবর, এসি লোকাল ট্রেনের রেক চেন্নাইয়ের ICF থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। কয়েক দিনের মধ্যেই নারকেলডাঙা কারশেডে এসে পৌঁছবে। এরপর শুরু হবে ট্রায়াল রান।

মুম্বইয়ে কয়েক বছর আগেই এসি লোকাল ট্রেন যাত্রা শুরু করেছিল। প্রথমে একটু বেশি ভাড়ার জন্য যাত্রী সংখ্যা কম থাকলেও পরে ভাড়া কমিয়ে দেওয়ায় হু হু করে যাত্রী বেড়েছে এসি লোকালে। এবার কলকাতা এবং শহরতলিতেও এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল হল। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে পূর্ব রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ac Train, #sealdah, #AC local Train, #Sealdah Station

আরো দেখুন