দেশ বিভাগে ফিরে যান

নারীদের সঙ্গে প্রতারণা করেছেন নরেন্দ্র মোদী, অভিযোগ আতিশীর

March 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে বেছে নিয়েছিল আম আদমি পার্টি। দিল্লির বিধানসভায় এর আগে বিরোধী দলনেতার পদে কোনও মহিলা বসেননি। বিরোধী দলনেতার পদে বসেই বিজেপির দিকে একের পর এক আক্রমণ শানাচ্ছেন আতিশী।

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন, ৮ মার্চ না কোনও অ্যাকাউন্টে টাকা এল, না রেজিস্ট্রেশন শুরু হল, শুধু চার সদস্যের একটি কমিটি গঠন করা হল। অর্থাৎ, ‘পর্বত খনন করা হল, আর বের হলো ইঁদুর’।

তিনি আরও বলেন, মোদীজির গ্যারান্টি ছিল নিছকই একটি প্রচার মাত্র, আসলে তিনি নারীদের সঙ্গে মিথ্যা কথা বলেছেন। আতিশী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘দিল্লি নির্বাচনের সময় মোদীজি প্রতিশ্রুতি দিয়েছিলেন-নারী দিবসে দিল্লির প্রতিটি নারীর অ্যাকাউন্টে ২৫০০ আসবে। তিনি বলেছিলেন- এটি ‘মোদীর গ্যারান্টি!’ আজ ৮ মার্চ, অথচ কোনও অ্যাকাউন্টে টাকা ঢুকল না, রেজিস্ট্রেশনও শুরু হল না, কেবল চার সদস্যের একটি কমিটি পাওয়া গেল। অর্থাৎ, বড় কিছু আশা করা হয়েছিল, কিন্তু ফলাফল শূণ্য।’’

এখানেই শেষ নয়, আতিশী আরও বলেছেন, ‘‘এটাই কি মোদীজির গ্যারান্টি ছিল? বিজেপির দিল্লি সরকার প্রমাণ করে দিয়েছে যে মোদীজির প্রতিশ্রুতি নিছকই এক ফাঁকা বুলি, তিনি নারীদের সঙ্গে প্রতারণা করেছেন। বিজেপি প্রমাণ করেছে যে এটি কেবল শুরু, তাদের নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতিই মিথ্যা প্রমাণিত হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Women, #Atishi Marlena

আরো দেখুন