রাজ্য বিভাগে ফিরে যান

অক্সফোর্ডে বক্তব্য রাখার পাশাপাশি লন্ডন সফরে বিনিয়োগের লক্ষ্য মমতার

March 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে চলতি মাসের শেষে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গত ২০২১ সালে মুখ্যমন্ত্রীর রোম সফরে কেন্দ্রের সবুজ সংকেত না মিললেও এবারে এবারে অনুমতি দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। এই সফরে অনুমতি দিয়েছে কেন্দ্র। এ বিষয়ে আজ বুধবার দুপুরে কেন্দ্র নবান্নকে জানিয়েছে। আগামী ২২ মার্চ মমতা রওনা দেবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সাত দিনের বিদেশ সফরে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। রয়েছে একাধিক কর্মসূচি। জানা গিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে বক্তব্য রাখবেন তিনি। সেখানে বাংলার সংস্কৃতি থেকে পর্যটন, অর্থনীতিসহ উন্নয়নমূলক নানা প্রকল্পের কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। এর সাথে সাথে লন্ডনের একটি শিল্প বৈঠকেও যোগ দেবেন তিনি। সেখানে বাংলার শিল্পবান্ধব পরিবেশ নিয়ে বিনিয়োগকারীদের বোঝাবেন তিনি। আগামী ২৯ মার্চ কলকাতায় ফিরবেন মমতা।

প্রসঙ্গত, ২০২৩ সালে বঙ্গভূমে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে প্রচুর লগ্নিও আসে রাজ্যে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। ফলে ফের বিদেশি বিনিয়োগের আশায় বুক বাঁধছে রাজ্যের শিল্পমহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#london tour, #Mamata Banerjee, #CM Mamata Banerjee, #London

আরো দেখুন