সব ধর্মের জন্য, সব মানুষের জন্য মনটা রঙিন রাখুন, দোলযাত্রা ও হোলির মিলন উৎসবে বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালির রঙের উৎসব কে কেন্দ্র করে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ধনধান্যে প্রেক্ষাগৃহে দোলযাত্রা ও হোলির মিলন উৎসবের আয়োজন করেছিল কলকাতা পুরসভা। এ অনুষ্ঠানে তিনি বললেন, ”অনেকে অনেক উসকানি দেবে, কোনও কথায় কান দেওয়ার দরকার নেই। নিজেদের মতো দোল-হোলি খেলায় মেতে উঠুন, অন্তরকে রঙিন করে তুলুন।” উৎসবের সময় ধর্মীয় প্ররোচনা এবং অশান্তির আশঙ্কায় বঙ্গবাসীকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী।

দোল, হোলি উৎসবের প্রসঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি জানান, এবছর দোল-হোলি একই দিনে পড়েছে। আবার রমজান মাসও চলছে। একেবারে উৎসবের মরশুম। সবাইকে একসঙ্গে থাকার আবেদন করেন তিনি। দোল, হোলি, রোজা সবটাই পালিত হয় বাংলায় । তাই মমতা ব্যানার্জি বার্তা দেন, মনটা রঙিন রাখুন, সব ধর্মের জন্য, সব মানুষের জন্য। এই সময়টা রঙের। উৎসবে শামিল হলে দেখবেন মনটাও রঙিন হবে, বড় হবে। তিনি আরও বলেন “আমরা এই বাংলায় সবাই একসঙ্গে থাকি। বাংলা ভালো থাকলে দেশও ভালো থাকবে। দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঝগড়া চাই না, শান্তি চাই।”