মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিকল্প খুঁজতে ফাঁপরে পড়েছে রাজ্য CPM

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিওয়াইএফআইয়ের পরবর্তী রাজ্যক সম্পাদক কে হবেন, তা নিয়ে ফাঁপরে পড়েছেন সিপিএমের রাজ্য নেতারা। মীনাক্ষী মুখোপাধ্যা য়ের বিকল্প কে, খুঁজে পাচ্ছেন না সিপিএম নেতৃত্ব। তরুণ প্রজন্মের আর কোনও নেতা-নেত্রীরই পার্টিতে মীনাক্ষীর মতো জনপ্রিয়তা নেই। পার্টিতে মীনাক্ষীকে কেউ বলেন ‘ক্যা প্টেন’, কেউ বলেন ‘ব্র্যাপন্ড’। পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন তিনি। এবার আরও দায়িত্ব বাড়ছে তাঁর। ফলে দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক পদ ছাড়তে হবে তাঁকে। পার্টির গঠনতন্ত্র অনুসারে পার্টির ও যুবর, দু’টো দায়িত্বে একসঙ্গে থাকতে পারবেন না মীনাক্ষী।
পার্টি সূত্রের খবর, দলের ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদকের পদ সম্প্রতি ছেড়েছেন সৃজন ভট্টাচার্য। মীনাক্ষীর মতো জনপ্রিয়তা না হলেও সৃজন পার্টিতে তরুণ প্রজন্মের পরিচিত মুখ। তাই মীনাক্ষী পার্টিতে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে সৃজনকে ডিওয়াইএফআইয়ের পরবর্তী রাজ্যু সম্পাদক করার বলে দাবি উঠেছে সিপিএমের অন্দরে। কেউ কেউ আবার দিপ্সীতা ধরের কথাও বলছেন। কিন্তু দিপ্সীতা দলের দিল্লির কেন্দ্রীয় শাখার পার্টি সদস্যু। ফলে তাঁকে যুবর দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু পার্টিগত সমস্যা রয়েছে। কাজেই পার্টির মুখ হয়ে ওঠা মীনাক্ষীর ঠিকঠাক বিকল্প নিয়ে চিন্তায় আলিমুদ্দিন।