রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় জেলা সভাপতি পদে বড় রদবদল BJP-তে, সরানো হল চার বিধায়ককে

March 15, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সর সাংগঠনিক রদবদল হল বিজেপিতে। এক ধাক্কায় রাজ্যজুড়ে ২৫ টি জেলায় সভাপতি বদল করা হল। এর মধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক জেলাও রয়েছে।

তমলুক সভাপতি ছিলেন সদ্য দল বদল করা তাপসী মণ্ডল, কাঁথির দায়িত্বে ছিলেন বিধায়ক অরূপ দাস, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন বিধায়ক অমরনাথ শাখা। আরামবাগ জেলায় দায়িত্বে ছিলেন বিমান ঘোষ, যিনি পুরশুড়ার বিধায়ক। তাঁকেও সরানো হয়েছে। অর্থাৎ মোট চার বিধায়ককে সভাপতি পদ থেকে সরানো হয়েছে।

উত্তর এবং দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় সভাপতি পরিবর্তন না হলেও উত্তর কলকাতা শহরতলীতে আইনজীবী অরিজিৎ বক্সিকে সরিয়ে আনা হয়েছে চন্ডিচরণ রায়কে। বিধানসভা নির্বাচনের আগে আরামবাগ সাংগঠনিক জেলায় সভাপতি বদল। পুরশুরা এর বিধায়ক বিমান ঘোষ ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে সরিয়ে প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরাকে আনা হলো সভাপতি হিসেবে। বিজেপির সবথেকে দুর্বল জেলা শ্রীরামপুরে আগের সভাপতিকে বদল করে আনা হলো সুমন ঘোষকে।

হিন্দু সংহতির নেতা থেকে গত লোকসভা নির্বাচনে বীরভূমে বিজেপির প্রার্থী হওয়া দেবতনু ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হলো আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে। সূত্রের খবর, জেলার সভাপতি নির্বাচন ঘিরে বেশ কিছু বিতর্ক ছিল আসানসোল এ। ২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে আসা জিতেন তিওয়ারি প্রাক্তন মেয়রের পছন্দের প্রার্থী কে হবেন তা নিয়ে দলে বিতর্ক তৈরি হয়েছিল। সেই জায়গায় দেবতনুকে দায়িত্ব দেওয়া হলো। যিনি আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ট।

বসিরহাট এ জেলা সভাপতি বদল। শুভেন্দু অধিকারী ঘনিষ্ট হিসেবে পরিচিত প্রাক্তন সভাপতি তাপস ঘোষ কে সরিয়ে সুকল্যান বৈদ্যকে দায়িত্ব। জেলা সভাপতি পরিবর্তন বারাসত এও। তমলুক এ সদ্য দলত্যাগী হলদিয়া শিল্পাঞ্চলের বিধায়ক তাপসী মন্ডল এর জায়গায় মলয় সিংঘ। শুভেন্দু অধিকারীর গড় কাঁথি সাংগঠনিক জেলায় বিধায়ক অরুপ কে সরিয়ে সোমনাথ রায় কে দায়িত্ব।

কোচবিহারে দলের সভাপতি হয়েছেন অভিজিৎ বর্মন, জলপাইগুড়িতে শ্যামল রায়কে সভাপতির পদে বসানো হয়েছে। শ্যামলবাবু বিগত লোকসভা নির্বাচনে বিজেপির কনভেনর ছিলেন। বর্তমানে তিনি সাংসদ জয়ন্ত রায়ের পিএ। শিলিগুড়ি সাংগঠনিক জেলায় অবশ্য কোনও রদবদল হয়নি। এখানে অরুণ মণ্ডলকেই সভাপতি পদে রাখা হয়েছে। শিলিগুড়িতে সভাপতি পদে একজনেরই নামই মনোনয়ন করা হয়েছিল। দক্ষিণ দিনাজপুরে সভাপতি হলেন স্বরূপ চৌধুরি।

উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রতাপ সিংকে আর দক্ষিণ মালদায় সভাপতি হয়েছেন অজয় গাঙ্গুলি। শুক্রবার দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা বিধায়ক দীপক বর্মন এই তালিকা জারি করেছেন। প্রত্যেককেই বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে নিয়ে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজেপির এই সাংগঠনিক রদবদলে একটা চিত্র পরিষ্কার, বিধানসভা নির্বাচনের আগে সঙ্ঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব দেওয়া হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#District Presidents, #West Bengal, #bjp, #politics

আরো দেখুন