চাপে পড়ে! ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে বৈঠক ডাকল নির্বাচন কমিশন, কড়া নজর রাখছে তৃণমূল কংগ্রেস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে অভিযোগ জানাতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ভুয়ো ভোটার ধরতে কমিটি গঠন করেন। তার পর থেকে ‘ভূতুড়ে ভোটার’ ধরতে এলাকায় এলাকায় যাচ্ছেন তৃণমূল নেতারা। অন্য দিকে, তৃণমূলের তোলা একই এপিক নম্বরে একাধিক নাম সংক্রান্ত অভিযোগ স্বীকার করেছে নির্বাচন কমিশনও।
এবার জাতীয় নির্বাচন কমিশ (EC) ১৮ মার্চ ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে একটি বৈঠক ডেকেছে। UIDAI-এর (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) CEO-এর সাথে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে থাকবেন। এর আগে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে EC-র বৈঠকে তাদের জমা দেওয়া নথির ৬ নম্বর পাতায় AADHAR ক্লোন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এবিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সাংবাদিক সম্মেলনে এবিষয়ে বলেন, নির্বাচন কমিশন নিজেদের মুখরক্ষার জন্য এই বৈঠকটি ডেকেছে। আগামী নির্বাচনের আগে পর্যন্ত আমরা এই বিষয়ে সজাগ থাকব এবং কড়া নজরে রাখব। ভুয়ো এপিক নম্বর নিয়ে আলোচনার জন্য সব বিরোধী দলগুলিই সরব হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের উপর চাপ সৃষ্টি করছে।
তৃণমূল সাংসদের নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে প্রশ্ন তুলে বলেন, যদি নির্বাচন কমিশন ইউডিআইএআই-এর CEO-কে বৈঠকে ডাকে, তাহলে সংসদেও এই ইস্যুতে আলোচনা শুরু করা উচিত।