নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্চের মাঝপথে ক্রমেই ঊর্ধ্বমুখী বঙ্গের তাপমাত্রা। দিনের দাবদাহে অস্বস্তিকর পরিস্থিতি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের ৫-৬ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। আজ শনিবারও ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকছে।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িসহ সব জেলাতেই কমবেশি চলবে বৃষ্টি।