ISL-এর নকআউট পর্বের সূচি ঘোষণা করা হল, মোহনবাগান কবে কাদের বিরুদ্ধে খেলবে জেনে নিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১২ এপ্রিল ২০২৪-২৫ আইএসএল মরশুম শেষ হতে চলেছে। তার আগে শনিবার (১৫ মার্চ) ইন্ডিয়ান সুপার লিগে নকআউট পর্বের সূচি ঘোষণা করা হল। মোহনবাগানের দু’টি সেমিফাইনাল ৩ ও ৭ এপ্রিল। এর মধ্যে ৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ। ৭ তারিখ মোহনবাগান খেলবে যুবভারতীতে।
প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ ও ৩০ মার্চ। এর পর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই পর্বের সেমিফাইনাল হবে। ফাইনাল ম্যাচটি হবে ১২ এপ্রিল, শনিবার। যে হেতু মোহনবাগান শীর্ষে থেকে এবং গোয়া দ্বিতীয় স্থানে থেকে লিগ-পর্ব শেষ করেছে, তাই এই দু’টি দল সরাসরি সেমিফাইনালে খেলবে।
২৯ মার্চ প্রথম নকআউট ম্যাচে খেলবে বেঙ্গালুরু ও মুম্বই। এই ম্যাচ হবে বেঙ্গালুরুতে। পরের দিন দ্বিতীয় নকআউটে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর। এটি নর্থইস্টের হোম ম্যাচ।
২ এপ্রিল প্রথম সেমিফাইনালে গোয়া খেলবে বেঙ্গালুরু ও মুম্বই ম্যাচের বিজয়ীর সঙ্গে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানকে খেলতে হবে নর্থইস্ট ও জামশেদপুরের বিজয়ীর সঙ্গে। দু’টি ম্যাচই যথাক্রমে গোয়া ও মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। গোয়ার মাঠে ফিরতে লেগের সেমিফাইনাল ৬ এপ্রিল। যুবভারতীতে মোহনবাগানের ফিরতি লেগের সেমিফাইনাল ৭ এপ্রিল। ১২ এপ্রিল ফাইনাল কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। কোন দু’টি দল ফাইনালে উঠছে তার উপর নির্ভর করছে ম্যাচের কেন্দ্র।