কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় বাড়ছে আরও দুটি মেট্রো স্টেশন

March 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোকা এসপ্ল্যানেড প্রকল্পে বাড়ছে দুটি স্টেশন। মেট্রো সূত্রে খবর, একটি স্টেশন হবে ইডেন গার্ডেন্স এবং অন্যট আর একটি হবে জোকা আইআইএম। জোকার পরে সেখানে মেট্রো রুটের করিডরের ডিপো রয়েছে, সেখানে আরও একটি স্টেশন তৈরি করা হবে। এই স্টেশনের নাম হবে জোকা আইআইএম।

এবার ধর্মতলা পেরিয়ে ছুটবে মেট্রো। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ছাড়িয়ে ইডেন গার্ডেন নামে আরও একটি স্টেশন করা হবে। মেট্রো স্টেশন প্রিন্সেপ ঘাট সার্কুলার রেল স্টেশন লাগোয়া অংশে করা হবে। জোকা থেকে আইআইএম জোকা স্টেশনের দূরত্ব হবে ১.৭ কিমি। সূত্রের খবর, নৈনান, বিষ্ণুপুর এলাকার মানুষের সুবিধার জন্য জোকা আইআইএম স্টেশন। বাবুঘাটের দিক থেকে মানুষজনের সুবিধার জন্য প্রিন্সেপ ঘাট সার্কুলার স্টেশন। যদিও এই পরিকল্পনা এখনও সমীক্ষার পর্যায়ে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #metro stations

আরো দেখুন