রাজ্য বিভাগে ফিরে যান

৪৪ হাজার কোটি টাকার গ্রামোন্নয়ন বাজেটে ছাড়পত্র বিধানসভায়

March 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তারজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে শাসক দল। সম্প্রতি রাজ্য বাজেট পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃতীয় মেয়াদে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ভোটের কথা মাথায় রেখেই বাজেট পেশ করেছে রাজ্য সরকার তেমনই দাবি বিশেষজ্ঞদের। চলতি বাজেটে গ্রামের উন্নয়নের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাদ্দ করেছে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার গ্রামোন্নয়ন বাজেটকেই ছাড়পত্র দিয়েছে বিধানসভা।

পর্যালোচনায় দেখা গিয়েছে, তৃণমূল সাফল্য পেয়েছে গ্রামীণ বাংলায়। শহরে আশানুরূপ ফল হয়নি। রাজ্যের একাধিক পুরসভা এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে। কলকাতা শহরে ৪০টির বেশি ওয়ার্ডে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোলের মতো শহরেও এক ছবি। সূত্রের খবর, ২০২৪ সালের ভোট দেখে তৃণমূল বুঝতে পেরেছে, গ্রামে যদি সরকারের কাজ তুলে ধরা যায় এবং সংগঠনে মনোনিবেশ করা যায়, তা হলে ২০২৬ সালের ভোটে গ্রামের ভোট তাদের ঝুলিতে পড়তে পারে। ২৯৪টি আসনের মধ্যে ১৭০-১৮০টি বিধানসভা আসনে গ্রামাঞ্চলের ভোট নির্ণায়ক। এর মধ্যে বহু কেন্দ্র রয়েছে, যা পুরোটা গ্রামাঞ্চল। কিছু কেন্দ্র আধা শহর এবং আধা গ্রাম। সেই কথা মাথায় রেখেই চলতি বছরের বাজেট করেছে রাজ্য সরকার বলে মনে করছে প্রশাসন এবং শাসকদলের একটা অংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Budget, #West Bengal Assembly, #rural development, #Mamata Banerjee

আরো দেখুন