নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ঘুম ভাঙতেই বুকে ব্যথা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল জনপ্রিয় সঙ্গীতস্রষ্টা এআর রহমানকে। আপাতত শিল্পী চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। শোনা যাচ্ছে, তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। আপাতত রহমানকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সমাজ মাধ্যমে জানাম, রহমান আপাতত সুস্থ, শীঘ্রই বাড়ি ফিরবেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এআর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনে আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন সঙ্গীতপরিচালক আপাতত বিপদ মুক্ত, শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন তিনি।”
இசைப்புயல் @arrahman அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!