বাড়ল বাণিজ্য! দোল ও হোলিকে ঘিরে কত কোটি টাকার ব্যবসা হল দেশে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঠেকানো গিয়েছে চীনা পণ্যের দাপাদাপি! ব্যবসায়ী মহলের দাবি, এবার হোলি, দোল এবং বসন্তোৎসব ঘিরে দেশীয় পণ্যের বাজার ছিল অনেকটাই চাঙ্গা। ট্রেডারদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স দাবি করেছে, চলতি বছর হোলি ও দোলযাত্রাকে কেন্দ্র করে প্রায় ৬০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে গোটা দেশে। প্রসঙ্গত, কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের আওতায় দেশের প্রায় সাত কোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। গত বছর হোলিকে কেন্দ্র করে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকার। সাফ কথায়, ২০ শতাংশ বাজার বৃদ্ধি ঘটেছে এক বছরে।
সংগঠনের দাবি, চীনা পণ্যের বাজার ১০ হাজার কোটি টাকার মধ্যে আটকে রাখা গিয়েছে। অতীতে চীনা পণ্যের বাজার অনেকটাই বেশি ছিল। কিন্তু সাম্প্রতিককালে তাতে লাগাম পরানো সম্ভব হয়েছে বলেই দাবি কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। সংগঠনের মতে, গোটা দেশে দোল ও হোলিকে কেন্দ্র করে কয়েক হাজার ছোট অনুষ্ঠান হয়েছে। এই উৎসবে যাতে দেশীয় পণ্য বিক্রির উপর জোর দেওয়া হয়, তার জন্য ব্যবসায়ীদের কাছে আর্জি জানিয়েছিল সংগঠনটি। ক্রেতাদের মধ্যেও বাড়ানো হয়েছে সচেতনতা।
ব্যবসা মূলত আবর্তিত হয়েছে আবির, রঙ ও পিচকারি ঘিরে। পাশাপাশি মুনাফা করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। ব্যাঙ্কোয়েট বা অনুষ্ঠান স্থলের ভাড়া থেকে শুরু করে পোশাক, ফুল ও উপহার, সব ক্ষেত্রেই আর্থিক লাভ ঘরে তুলেছেন ব্যবসায়ীরা। খাওয়া-দাওয়া, পানীয় ও মিষ্টি ঘিরেও বাণিজ্য হয়েছে। এই সময়টায় গৃহস্থালির প্রয়োজনীয় বৈদ্যুতিন যন্ত্রপাতি থেকে শুরু করে ভোগ্যপণ্যের উপর হরেক অফার চালু রাখে দেশজুড়ে নানা সংস্থা। ই-কমার্স সংস্থাগুলির তরফেও অফার থাকে। তাতে ফুলেফেঁপে উঠেছে ব্যবসায়ীদের ভাঁড়ার।