খেলা বিভাগে ফিরে যান

WPL-র তৃতীয় সংস্করণে দিল্লিকে হারিয়ে খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স

March 16, 2025 | < 1 min read

WPL-র তৃতীয় সংস্করণে দিল্লিকে হারিয়ে খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স। ছবি সৌজন্যে: Mumbai Indians

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: WPL ফাইনালে দিল্লি ক্যাপিটালস-কে ৮ রানে হারিয়ে জয়ী হন হরমনপ্রীতরা। শনিবার মহিলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। ব্রেবোর্ন স্টেডিয়ামে টসে জিতে এদিন বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক হরমনপ্রীত কৌরের অর্ধশতরানে ভর করে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৯ রান করে। হরমনপ্রীত ৪৪ বলে ৬৬ রান করেন। দিল্লির মারিজান কাপ, চার ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ৯ উইকেট হারিয়ে দিল্লির ইনিংস শেষ হয় ১৪১ রানে। দ্বিতীয়বার WPL খেতাব জিতে নেয় মুম্বই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Champion, #Mumbai Indians, #Wpl, #Women's Premier League, #WPL Final 2025

আরো দেখুন