দেশ বিভাগে ফিরে যান

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে সপ্তাহের শুরুতেই সংসদে মোদী সরকারকে চেপে ধরতে কী কী কৌশল তৃণমূল-সহ বিরোধীদের?

March 16, 2025 | 2 min read

সংসদে চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদে চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দফার বাজেট অধিবেশনের প্রথম দিন থেকে আক্রমণাত্মক তৃণমূল। কার্যত তৃণমূলের নেতৃত্বেই সংসদের উভয় কক্ষে মোদী সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। এই মুহূর্তে সরকারের বিভিন্ন মন্ত্রকের বাজেট বরাদ্দ আলোচনা, প্রশ্ন-উত্তর পর্ব চলছে। পাশাপাশি ভুয়ো এপিক কার্ড (EPIC) নিয়েও সরব হয়েছে তৃণমূল ও অন্যান্য বিরোধীরা। বিরোধীদের দাবি, তারা সংসদে এই ইস্যুতে আলোচনা চান।

জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ সোমবার লোকসভায় জল শক্তি, রেল, কৃষি, বিদেশ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের বাজেট বিষয়ক আলোচনা চলবে। বলাবাহুল্য আক্রমণ শানাবেন বিরোধীরা। অন্যদিকে, রাজ্যসভায় সোমবার জবাব দেবেন রেলমন্ত্রী। গত সপ্তাহে বুধবারই রেলের জবাব দেওয়ার কথা ছিল। কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনুরোধ করেন, আগামী সোমবার উত্তর দেবেন। তা মেনে নিয়েছিল বিরোধীরা। তবে তাঁরা শর্ত দিয়েছিল, ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে আলোচনা করতে হবে। সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজুকে তা জানিয়ে দেওয়া হয়। অভিযোগ, রেলে বার বার বঞ্চনার শিকার হচ্ছে বাংলা, কেরল, তামিলনাড়ুর মতো অবিজেপি রাজ্যগুলো। গত ১২ বছরে বাংলায় রেলে বরাদ্দের পরিমাণ কমে এক তৃতীয়াংশে নেমে এসেছে। ২০১৩ সালে বাংলা পেয়েছিল রেল খাতে বাজেটের ১৬.৮ শতাংশ। তা কমে ২০২৫ সালে ৫.৫ শতাংশে নেমে এসেছে। রেলের পর রাজ্যসভায় মণিপুর, স্বাস্থ্য মন্ত্রকের বাজেট সংক্রান্ত আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। আগামী বুধবার, স্বরাষ্ট্র মন্ত্রক আলোচনা করতে পারে। উল্লেখ্য, রাষ্ট্রপতি শাসন জারি হলেও মণিপুরে শান্তি ফেরেনি। শাহের বাহিনী অভিযানের দিনে ফের রক্ত ঝরেছিল উত্তর পূর্বের এই রাজ্যে।

অন্যদিকে, ভুয়ো এপিক (EPIC) ইস্যুতে প্রাথমিকভাবে চাপ বাড়ানো হয়েছে রাজ্যসভায়। সরকারকে বলা হয়েছে, হয় রাজ্যসভার রুল ২৭৬ (মুলতুবি প্রস্তাব), নয়তো রুল ১৭৬ (শর্ট ডিউরেশন ডিসকাশনে) (Short discussion) মেনে এপিক নিয়ে আলোচনা করতে হবে। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন শর্ট ডিউরেশন ডিসকাশন চেয়েছিলেন। বিগত সপ্তাহে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন আসন্ন সপ্তাহে সরকারকে ভুয়ো এপিক কার্ড (EPIC) ইস্যুতে আলোচনা করতেই হবে। তৃণমূলের বক্তব্য, কোন রুল অনুযায়ী সংসদে ভুয়ো এপিক কার্ড (EPIC) ইস্যুতে আলোচনা হবে তা সরকার নির্ধারণ করবে। কিন্তু এই ইস্যুতে সংসদে আলোচনা করতেই হবে। বস্তুত, সপ্তাহের প্রথম দিন থেকেই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে প্রস্তুত তৃণমূল। আক্রমণের অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলছে ভুয়ো এপিক কার্ড (EPIC) ইস্যু।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament Budget Session, #Rajya Sabha, #tmc, #Loksabha

আরো দেখুন