আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

মহাকাশে পৌঁছল মাস্কের রকেট, কবে ফিরবেন সুনীতা-বুচরা?

March 16, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অপেক্ষার প্রহর গোনা শেষ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট। এবার ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। এই অভিযানের মূল লক্ষ্য নতুন ক্রুদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো ও সেখানে থাকা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা। উল্লেখ্য, গত বছরের মে মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। যে মহাকাশ যানে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে সুনীতাদের ফেরা নিয়ে সংশয় দেখা দেয়। নাসাও কোনও ঝুঁকি নেয়নি। ঠিক হয়, তাঁদের ফেরাতে অন্য যান পাঠানো হবে। কিন্তু নানা কারণে অভিযানে বার বার বাধা পড়ে। মহাকাশে আটকে পড়েন সুনীতা ও বুচ।

শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চড়ে ক্রিউ-১০ উৎক্ষেপণ করা হয়। ভারতীয় সময় অনুযায়ী, উৎক্ষেপণ হয় শনিবার ভোর ৪.৩০টায়। লঞ্চের প্রায় ১০ মিনিট পর ক্যাপসুলটি রকেট থেকে বিচ্ছিন্ন হয় এবং আইএসএস-এর পথে যাত্রা শুরু করে।

১৬ মার্চ ভারতীয় সময় সকাল ৯টায় ক্রিউ ড্রাগন ক্যাপসুলটি আইএসএস-এর সঙ্গে সংযুক্ত হয়। ভারতীয় সময় অনুযায়ী আজ রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে অবতরণ করে। সকাল ১০টা ৩৫ নাগাদ ক্যাপসুলের দরজা খোলা হয়। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে দেখা হয়েছে চার নভোচর অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভের। ওই মহাকাশযানে চেপেই বুধবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সুনীতারা।

জানা যাচ্ছে, ভারতীয় সময় অনুযায়ী আগামী বুধবার দুপুর দেড়টা নাগাদ মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন সুনীতা ও বুচ। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ। কিছুদিন আগে এই দু’জন মহাকাশ স্টেশনে গিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Elon Musk, #Sunita Williams

আরো দেখুন