খেলা বিভাগে ফিরে যান

অবসর ভেঙে টি-২০-তে ফিরবেন বিরাট! কোন শর্ত রাখলেন কোহলি?

March 16, 2025 | < 1 min read

অবসর ভেঙে টি-২০-তে ফিরবেন বিরাট! কোন শর্ত রাখলেন কোহলি? ছবি সৌজন্যে: X/T20 World Cup

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টি-২০ ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি? শনিবার এমনই ইঙ্গিত দিলেন ভারতের তারকা ব্যাটার। তবে শর্তও রেখেছেন ভারতের এই কিংবদন্তি। কী সেই শর্ত?

এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের পুরুষদের ক্রিকেটে ভারত ফাইনালে উঠলে, শুধুমাত্র ওই ম্যাচ খেলার জন্য অবসর ভেঙে তিনি ফের মাঠে নামতে পারেন। উল্লেখ্য, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জয়ের পর সাদা বলের ক্রিকেটের সর্বশেষ সংস্করণ থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বিরাট। এবার তিনিই জানালেন, মত বদলাতে পারেন তিনি। মাঠে নামতে পারেন একটি ম্যাচ।

মজার ছলে বিরাট বলেন, “অলিম্পিকস খেলার জন্য আমি ফের আন্তর্জাতিক টি-২০ খেলতে চাই না। তবে ফাইনালে স্বর্ণপদক জয়ের ম্যাচে ভারত খেলতে নামলে একটি ম্যাচের জন্য আমি ফিরতে পারি। নামলাম, পদক জয় করলাম, বাড়ি ফিরলাম। একটা দারুণ ব্যাপার হবে।” উল্লেখ্য, ১২৮ বছর পর আবারও অলিম্পিক্সে যুক্ত হতে চলেছে ক্রিকেট। ভারতও তাতে অংশ নেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 cricket, #Virat Kohli, #Retirement, #Team India, #LA 2028 Summer Olympics

আরো দেখুন