প্রযুক্তি বিভাগে ফিরে যান

আসছে নয়া ফিচার! এবার Whatsapp ভিডিও কলিং আরও নিরাপদ?

March 16, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে! দিন দিন তা বেড়েই চলেছে। মেটা নিত্যনতুন ফিচার আনছে, উদ্দেশ্য একটাই ব্যবহারকারীদের কাছে এই মেসেজিং অ্যাপকে আরও আকর্ষণীয় করে তোলা। এবার ভিডিও কলিংয়ে নয়া ফিচার আনছে সংস্থা।

জানা যাচ্ছে, আসন্ন নয়া ফিচারের দৌলতে এবার থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং আরও নিরাপদ হবে। নিরাপত্তা আরও জোরদার করবে। এবার থেকে ভিডিও কল রিসিভ করার আগে কল যার ফোন আসছে, তাকেই অন করতে হবে ফোনের ফ্রন্ট ক্যামেরা। জানা গিয়েছে, পরবর্তী আপডেটেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই নতুন ফিচারের সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কল করলে স্ক্রিনে কলটি গ্রহণ করা বা কেটে দেওয়ার অপশন ভেসে ওঠে। ক্যামেরা অন থাকে। নয়া এই ফিচারে নিজেকেই ক্যামেরা অন করতে হবে। আট থেকে আশি সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপের সঙ্গে সরগর নন। না বুঝেই ভিডিও কল রিসিভ করে বিপদে পড়েন অনেকে।
সাইবার অপরাধীরাও ফাঁদ পাতেন। কিন্তু নতুন ফিচার চালু হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে মেটা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp Video Call

আরো দেখুন