রাজ্য বিভাগে ফিরে যান

আজ ফুরফুরায় ‘দাওয়াত-ই-ইফতার’-এ মুখ্যমন্ত্রী, কারা থাকতে পারেন?

March 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার জাঙ্গিপাড়া বিধানসভায় ‘দাওয়াত-ই-ইফতার’-এ যোগ দিতে ফুরফুরা শরিফের ধনপোতা মুসাফিরখানা এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিকস্তরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মনে করা হচ্ছে, আজকের অনুষ্ঠান থেকে এলাকার উন্নয়ন সংক্রান্ত বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

ফুরফুরা শরিফের সমস্ত পীরসাহেব ও পীরজাদাদের বাড়ি বাড়ি গিয়ে শনিবার আমন্ত্রণপত্র পৌঁছে দেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার-সহ ব্লক আধিকারিকরা। কড়া নিরাপত্তায় মুসাফিরখানা চত্বর ও আশপাশের এলাকা মুড়ে ফেলা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১২ সালে মমতা, ফুরফুরা শরিফে সরকারি সফর করেছিলেন। ২০১৫ সালেও তিনি ফুরফুরা শরিফে গিয়েছিলেন। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। তার বছরখানেক আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Furfura Sharif, #CM Mamata Banerjee

আরো দেখুন