কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় আবারও করোনা আতঙ্ক! শহরে মিলল ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের হদিশ

March 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খাস কলকাতায় ফের করোনা আতঙ্ক। মারণ ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলল শহরে। আক্রান্ত হয়েছেন এক গৃহবধূ। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। জানা গিয়েছে, আক্রান্তের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

জানা গিয়েছে, বছর পয়তাল্লিশের ওই গৃহবধূ গড়িয়ার বাসিন্দা। গত ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। জ্বর কমছিল না। ওই মহিলাকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। তাঁর করোনা ধরা পড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলা HKU -1 ভাইরাসে আক্রান্ত। এই ভ্যারিয়ান্টিটি বিপজ্জনক না হলেও, সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#New variant, #Kolkata, #Coronavirus, #COVID

আরো দেখুন