দেশ বিভাগে ফিরে যান

বিশ্বের সেরা পঞ্চাশে জায়গা করে নিল দেশের ন’টি বিশ্ববিদ্যালয়

March 17, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বের সেরা পঞ্চাশে জায়গা করে নিল ভারতের ন’টি বিশ্ববিদ্যালয়। বিষয়ভিত্তিক কিউএস র্যাশঙ্কিংয়ের প্রথম ৫০-এ জায়গা করে নিল দেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান। আইআইটি দিল্লি থেকে শুরু করে জেএনইউয়ের নাম রয়েছে সেই তালিকায়। তবে গতবারের র্যাইঙ্কিং থেকে নিচে নেমে গিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে ক্রমতালিকায় সবচেয়ে উপরে রয়েছে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনস।

ইঞ্জিনিয়ারিং- মিনারেল অ্যান্ড মাইনিং ক্যাটিগরিতে বিশ্বের মধ্যে ২০তম স্থান পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এই একই বিভাগে আইআইটি-খড়্গপুর ৪৫তম স্থান দখল করেছে। ব্রড সাবজেক্ট ক্যাটিগরিতে আইআইটি-দিল্লি ২৬তম ও আইআইটি-বম্বে ২৮তম স্থানে রয়েছে। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটিগরিতে আইআইএম-আমেদাবাদ ২৭তম স্থান পেয়েছে। এই বিভাগে ৪০তম স্থানে রয়েছে আইআইএম-ব্যাঙ্গালোর। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বিশ্বের মধ্যে ২৯তম স্থান পেয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং-পেট্রোলিয়াম ক্যাটিগরিতে আইআইটি-মাদ্রাজ ৩১তম স্থান পেয়েছে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বৃহত্তর বিভাগে পূর্বের অবস্থানের তুলনায় এবার উন্নতি করেছে আইআইটি-দিল্লি ও আইআইটি-বম্বে। দু’টি প্রতিষ্ঠানই এর আগে ৪৫তম স্থানে ছিল। সেখান থেকে এবছর যথাক্রমে ২৬ ও ২৮তম স্থানে উঠে এসেছে। তবে ইঞ্জিনিয়ারিং-মিনারেল অ্যান্ড মাইনিং ক্যাটিগরিতে গত বছরের তুলনায় র্যাংঙ্কিংয়ে পিছিয়েছে আইআইটি-বম্বে ও আইআইটি-খড়্গপুর। প্রথম ৫০-এ থাকলেও গত বছরের তুলনায় র্যাইঙ্কিং খারাপ হয়েছে আইআইএম-আমেদাবাদ (২২তম থেকে ২৭তম) ও আইআইএম-ব্যাঙ্গালোরের (৩২তম থেকে ৪০তম)।

৫৫টি বিষয়ের মধ্যে ৩২টিতে সেরা হয়েছে আমেরিকার হার্ভার্ড বা ম্যাসাচুসেটসের মতো নামী প্রতিষ্ঠানগুলি। সেখানে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ক্রমতালিকায় ৫৩৩বার জায়গা পেয়েছে। গতবারের ৫২৩বার ভারতের নাম ছিল কিউএস র্যাাঙ্কিংয়ে।

আর্টস এবং হিউম্যানিটিজ বিষয়ে পড়াশোনার নিরিখে দেশের সেরা দিল্লি বিশ্ববিদ্যালয়। ১৬০ নম্বরে রয়েছে এই প্রতিষ্ঠান। গতবারের তুলনায় কিছুটা পিছিয়ে এই তালিকায় ১৭৭ নম্বরে জেএনইউ। এছাড়াও ৪০১-৫০০ ক্রমতালিকার মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#indian universities, #universities

আরো দেখুন