রাজ্য বিভাগে ফিরে যান

শিক্ষা অভিযানের আটকে রাখা টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

March 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একশো দিনের কাজের টাকা বন্ধ। কেন্দ্রীয় সরকারের মনোভাবে সমস্যায় আবাস যোজনা সহ বিভিন্ন সামাজিক প্রকল্প। প্রাপ্য টাকা আটকে রেখে বঞ্চনা করা হচ্ছে। এই মর্মে বারবার অভিযোগ জানিয়েছে বাংলার সরকার। এরপর হাত পড়েছে শিক্ষাক্ষেত্রেও। গত দুবছর ধরে সমগ্র শিক্ষা অভিযানের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে। আটকে রয়েছে রাজ্যের একাধিক সরকারি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের কাজ৷ এবার তাই সেই বরাদ্দ অর্থ চেয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠাল নবান্ন৷ তেমনটাই প্রশাসন সূত্রের খবর৷

সমগ্র শিক্ষা অভিযান খাতের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই খাতে কেন্দ্রের থেকে ৩১৭৫ কোটি টাকা পায় রাজ্য। সেই টাকা মিটিয়ে দিতেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য। সূত্রের খবর, পিএমশ্রী প্রকল্পে যুক্ত না হলে টাকা দেওয়া হবে না বলে রাজ্যকে ইতিমধ্যেই নাকি ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। সমগ্র শিক্ষা অভিযানের টাকা স্কুলগুলির উন্নয়নে পরিকাঠামো সহ একাধিক খাতে খরচ করা হয়। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ ও রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। এই টাকা না পাওয়ার দরুন স্কুল গুলোর পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়াতে পারছে না রাজ্য। *

TwitterFacebookWhatsAppEmailShare

#Education, #campaign, #State govts

আরো দেখুন