বিনোদন বিভাগে ফিরে যান

বাংলা নতুন বছরে একগুচ্ছ ছবি, সিরিজের ধামাকা! জেনে নিন মুখ্যভূমিকায় কোন তারকা

March 17, 2025 | 3 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪৩২-এ একগুচ্ছ নতুন বাংলা গল্প নিয়ে হাজির হবে SVF এবং Hoichoi। ‘গল্পের পার্বণ ১৪৩২’ অনুষ্ঠানে এই সুখবর ঘোষণা করেছে প্রযোজনা সংস্থাটি। জানা গিয়েছে SVF-এর ৩০তম জন্মদিন উপলক্ষে এই বর্ণাঢ্য আয়োজন।

১) ২০২৫-২৬ সালের এপ্রিল-মার্চ মাস অবধি সিনেমা এবং সিরিজের লম্বা তালিকার প্রথমেই রয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’। অভিনয় করেছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, রূপা গাঙ্গুলি প্রমুখ।

২) এছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ফিরছে সোনা দা-র গল্প ‘সপ্তডিঙার গুপ্তধন’। অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা প্রমুখ।

৩) ফের ‘কাকাবাবু’ সিরিজের চতুর্থ গল্প ‘বিজয়নগরের হিরে’। পরিচালনায় চন্দ্রাশিস রায়। অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

৪) নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে ‘চোর-পুলিশ-ডাকাত-বাবু’। এখানে অভিনয়ে আছেন আবির-শুভশ্রী, অনির্বাণ ভট্টাচার্য।

৫) অন্য দিকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’ মুক্তির অপেক্ষায়। অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন এবং অরিজিতা মুখোপাধ্যায়।

৬) থাকছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’। বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চৌধুরী।

৭) হইচই স্টুডিয়োজ ৪ টি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে। ‘গোরা-য় গণ্ডগোল’ ছবিতে ‘গোরা’ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।

৮) পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘দ্য একেন- বেনারসে বিভীষিকা’-য় একেনের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন।

৯) পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় ‘কুমিরডাঙা’

১০) আবার Hoichoi নিয়ে আসছে ১৩টি নতুন ওয়েব সিরিজ। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘রয়েল বেঙ্গল রহস্য’ গল্পে ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরী।

১১) অদিতি রায় তৈরি করছেন ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে দেখা যাবে মহিলা সাংবাদিক রূপে।

১২) পরিচালক সায়ন্তন ঘোষাল পরিচালিত অ্যাডভেঞ্চারধর্মী সিরিজ সোহিনী সরকার ‌অভিনীত ‘নাগমণির রহস্য’

১৩) এছাড়াও পরিচালক নির্ঝর মিত্রের ‘বীরাঙ্গনা’ গল্পে সন্দীপ্তা সেন অভিনয় করেছেন। বধূহত্যাকে কেন্দ্র করে এক মহিলা পুলিশের অভিযানের সিরিজ এটি।

১৪) পরিচালক অরিজিৎ টোটন-এর ‘তোমাকেই চাই’তে সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে এবং সৃজলা গুহ অভিনয় করেছেন।

১৫) শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তী নিয়ে আসছেন ‘কাদের কুলের বউ’।

আসছে নির্ঝর পরিচালিত এবং মিমি চক্রবর্তী অভিনীত ‘ডাইনি’, পরমব্রত পরিচালিত ‘ভোগ’, এবং কৌশিক হাফিজি পরিচালিত ‘ভূত তেরিকি’। এছাড়াও জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’,পরমব্রতের ‘নিকষ ছায়া ২’, অয়ন চক্রবর্তীর ‘কালরাত্রি ২’, অদিতি রায়ের ‘লজ্জা ২’ এবং সাহানা দত্তের ‘ইন্দু ২’। ঋতাভরী চক্রবর্তীর সিঙ্গল মাদার-এর লড়াইয়ের গল্প নিয়ে আসছে ‘শাখা প্রশাখা’। স্বস্তিকা দত্তের ‘আতঙ্ক’- গল্পে থাকছে সদ্যবিবাহিত এক মহিলার লড়াই। সব মিলিয়ে আগামী বাংলা বছর একগুচ্ছ ছবি ও ওয়েব সিরিজেই হবে জমজমাট।

TwitterFacebookWhatsAppEmailShare

#SVF, #Hoichoi, #Upcoming Films, #Bengali Upcoming Series

আরো দেখুন