রাজ্য বিভাগে ফিরে যান

মণ্ডল সভাপতি বদলের দাবিতে আন্দোলন, বিষ্ণুপুরে চরমে BJP-র কোন্দল

March 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিষ্ণুপুরের এক মণ্ডল সভাপতির অপসারণের দাবিতে তার বুথেই সরব হলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। সোমবার বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল-১-র সভাপতি অরিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একত্রিত হন গেরুয়া পার্টির কর্মীরা। ভড়া গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামে সভাপতির নিজের বুথেরই কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ক্ষোভ উগরে দেন। সভাপতিকে দলের শত্রু বলে দাগিয়ে দিয়েছেন খোদ দলের কর্মীরা। তৃণমূলের সঙ্গে সেটিং করা অযোগ্য ব্যক্তি আখ্যা দিয়ে স্লোগানও দিয়েছে পদ্মের কর্মীরা। বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি।

অরিজিতের বক্তব্য, দলের সক্রিয় কর্মীদের ভোটাভুটির মধ্যে দিয়ে তিনি মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। তারপরেও কারও কোনও ক্ষোভ থাকলে তাঁরা দলের মধ্যেই আলোচনা করতে পারতেন। সবাইকে তো পদ দেওয়া সম্ভব নয়। কয়েকজন পদের লোভে ওই সব করছে।

গত ১৬ ফেব্রুয়ারি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় একাধিক মণ্ডল সভাপতির নাম প্রকাশ করা হয়। পরদিনই বিষ্ণুপুর নগর মণ্ডল সভানেত্রীকে ‘মানছি না, মানব না’ বলে শহরে পোস্টার পড়ে। এবার বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল-১ সভাপতির বুথেই প্ল্যাকার্ড নিয়ে দলের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়লেন। তাঁরা ধরমপুর গ্রামে বৈঠক করেন। তারপরে প্রকাশ্যে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা বলছেন, নতুন সভাপতি দলের কর্মীদের সম্মান করেন না। উনি পদে থাকায় দলের ক্ষতি হচ্ছে। উনি তৃণমূলের নেতাদের সঙ্গে সেটিং করে দলের ক্ষতি করছেন। আমরা তাঁকে মানব না। সেই জন্য এদিন আমরা বিক্ষোভে শামিল হয়েছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mondal President, #bjp, #bjp workers, #Bishnupur

আরো দেখুন