EPIC জালিয়াতি থেকে ঋণখেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা, একধিক ইস্যুতে রাজ্যসভায় সরব তৃণমূল সাংসদরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলছে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সংসদের উভয় কক্ষে তৃণমূল সাংসদদের একের পর এক ইস্যুতে চাপ বেড়েছে মোদী সরকারের। প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনার কতটা স্বাধীন ও নিরপেক্ষ, তাঁর ভূমিকা নিয়েও। টেলিমেডিসিন থেকে জননী শিশু সুরক্ষার মতো বিষয়েও আলোচনার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা। মণিপুরের সাম্প্রদায়িক হিংসায় আক্রান্ত জনতার প্রতি উদাসীন কেন্দ্র। তাই জরুরি তহবিল থেকে মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ করার বিষয়েও আলোকপাত করা হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় ওষুধের দাম কমাতে কেন্দ্রের কী পদক্ষেপ, ঋণখেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন তৃণমূল সাংসদরা।
এক নজরে দেখে নিন আজ কে কী কী করলেন
রাজ্যসভা
রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় দল নেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েন জাল EPIC নম্বর জালিয়াতি ইস্যুতে সংক্ষিপ্ত আলোচনার দাবি তুলেছিলেন।
রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে জননী শিশু সুরক্ষা কার্যক্রমের অধীনে সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেছেন। তিনি আরও সংযোজন করে বলেছেন যাতে প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের আল্ট্রাসাউন্ড পদ্ধতি গ্রহণ করতে পারে। এছাড়াও ক্ষতিপূরণ হিসেবে মহিলাদের ভাতা প্রদান করার দিকটিও তুলে ধরেন তিনি।
রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সাপ্লিমেন্টারি প্রশ্নটি ছিল, যদি কোনও সরকার উত্তর-পূর্বাঞ্চলে স্বাস্থ্য পদগুলি পূরণ করার জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে যে পদক্ষেপ নিয়েছে তা প্রায়ই অন্যান্য অঞ্চলের লোকেদের এই পোস্টিং কষ্টকর হয়। তাই এটি মূল্যহীন বলে মনে করেন তিনি। ‘সমান কাজ, সমান বেতন’ ইস্যুতে অসমে জাতীয় স্বাস্থ্য মিশনের ধর্মঘটী কর্মীদের সম্বোধন করেছেন তিনি।
রাজ্যসভার সাংসদ দোলা সেনের সম্পূরক প্রশ্ন ক্যান্সার, রক্তচাপ, ডায়াবেটিস এবং অন্যান্য রোগের মতো জীবন রক্ষাকারী ওষুধ এবং গর্ভবতী মহিলা ও সদ্যোজাত শিশুদের প্রয়োজনীয় ওষুধের দাম কমাতে সরকার কী ব্যবস্থা নিয়েছে
রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সম্পূরক বক্তব্য: সরকারের কাছে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের পাওনা টাকা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং অনুৎপাদনশীল সম্পদের পরিমাণ বেশি (NPA) রয়েছে এমন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির জন্য সরকার যে পুনর্মূলধন ব্যবস্থা গ্রহণ করেছে তার বিবরণ জানতে চেয়েছেন।
রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রিগোষ্ঠীর কাজকর্ম নিয়ে আলোচনার দাবি করেছেন
রাজ্যসভার সাংসদ মোঃ নাদিমুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন।