কলকাতা বিভাগে ফিরে যান

অবৈধ নির্মাণে রাশ টানতে এবং গরিব মানুষকে কিছুটা সুরাহা দিতে নয়া বিধি কলকাতা পুরসভার

March 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার কলোনি এলাকা, ঠিকা টেনান্সি বা বস্তি অঞ্চলে ছোট ছোট জমি অনেক। এসব জমিতে পুরসভার যাবতীয় নির্মাণবিধিকে মান্যতা দিয়ে বাড়ি তোলা কার্যত অসম্ভব। আইনে রয়েছে, বাড়ি তৈরি করতে হলে জমির চারদিকে অন্তত ৪ ফুট করে ছাড় (ওপেন স্পেস) দিতেই হবে। এসব ছোট জমির ক্ষেত্রে ওই পরিমাণ ছাড় দেওয়ার পর বাড়ির জন্য আর তেমন জায়গা থাকে না বললেই চলে। ফলে পুর-অনুমোদন ছাড়া অবৈধ নির্মাণ তুলতে হয়। অথবা নিম্নবিত্ত মানুষের নিজস্ব একটি ঘরের স্বপ্ন অধরাই থেকে যায়। তাই একদিকে অবৈধ নির্মাণে রাশ টানা, সেই সঙ্গে গরিব মানুষকে কিছুটা সুরাহা দিতে ছাড়ের নিয়মে কিছু শিথিলতা (রিলাক্সেশন) দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শহরের কলোনি, ঠিকা বা বস্তি এলাকায় এই নিয়ম চালু হচ্ছে।

শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানান, মানবিক দিক বিবেচনা করেই পুরসভার এই সিদ্ধান্ত। ছোট জমিতে কোথায়, কতটা ছাড় দেওয়া যায়, তা ঠিক করতে একটি কমিটি হয়েছিল। তাদের প্রস্তাবে সিলমোহর দিয়েছে মেয়র পরিষদ। ফলে এখন থেকে কলোনি, ঠিকা বা বস্তি এলাকার ছোট জমিতে কম ছাড় দিয়ে বৈধভাবেই বাড়ি তৈরি করা যাবে। সেই সঙ্গে মেয়র বলেছেন, ‘এই ধরনের জমিতে অবৈধ নির্মাণের রেগুলারাইজেশন বা বৈধকরণ বাবদ নেওয়া জরিমানার টাকাও কমানো হয়েছে। এতদিন যে ক্ষেত্রে ৩ লক্ষ ২৭ হাজার টাকা নেওয়া হতো, এখন তা কমে মাত্র ৪২ হাজার টাকা হচ্ছে।’ প্রসঙ্গত, এই ছাড় কমানোর জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব অনেক আগেই রাজ্যের কাছে পাঠানো হয়েছে। তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত মেয়র পরিষদের বিশেষ ক্ষমতাবলে এই ছাড় দেওয়া হচ্ছে। শীঘ্রই নির্দেশিকা জারি করবেন পুর কমিশনার।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata municipality, #illegal construction, #kolkata municipality corporation

আরো দেখুন