কলকাতা বিভাগে ফিরে যান

ভোল পাল্টাচ্ছে নিউ মার্কেট! কত কোটি টাকা বরাদ্দ হল?

March 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫০ বছরে শহরের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে কলকাতার নিউ মার্কেট। ১৮৭৪ সালের ১ জানুয়ারি, কলকাতা কর্পোরেশনের তদানিন্তন চেয়ারম্যান স্যর স্টুয়ার্ট হগের হাত ধরে গড়ে উঠেছিল হগ মার্কেট। এহেন ইতিহাস প্রসিদ্ধ মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। স্থানীয় ব্যবসায়ীরাও বাজার সংস্কারের দাবি জানিয়েছেন বার বার। নিউ মার্কেট সংস্কারের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ ২৪৩ টাকা বরাদ্দ করা হয়। সোমবার বিধানসভায় এই তথ্য জানিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র।

কী পদ্ধতিতে কাজ হবে, তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে একটি সমীক্ষা করানো হচ্ছে বলেও খবর মিলেছে। সোমবার, রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নিউ মার্কেট ও সংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন পুরমন্ত্রী। তিনি জানান, হকারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। মার্কেটের ভিতরে কী কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করতে সমীক্ষা হচ্ছে। সমীক্ষার রিপোর্ট পেলে তবেই সংস্কারের কাজে নামা হবে। আগামী দিনে নিউ মার্কেট শীতাতপ নিয়ন্ত্রিত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

শুধু নিউ মার্কেট নয়, কলকাতা ও তার আশপাশের এলাকায় জরাজীর্ণ অবস্থায় থাকা বাজার বা মার্কেট কমপ্লেক্সগুলি নিয়েও রাজ্য সরকার ও পুরসভা চিন্তিত, তা জানিয়েছেন মেয়র। মহানাগরিকের কথায়, বিভিন্ন পুরসভার অধীনস্থ বাজারগুলির সংস্কারের জন্য সবরকম ব্যবস্থা করছে রাজ্য। যেমন, পার্ক সার্কাস বাজার, বাঁশদ্রোণী বাজার, ল্যান্সডাউন মার্কেট সহ বেশ কয়েকটি বাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি বাজারগুলির সংস্কারের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #New Market, #air-conditioned

আরো দেখুন