দেশ বিভাগে ফিরে যান

RSS-র ঘাঁটি নাগপুরে দা*ঙ্গা, প্রশ্ন ডবল ইঞ্জিন মহারাষ্ট্র প্রশাসনের ভূমিকায়

March 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরের মহল এলাকায় হিংসাত্মক সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঔরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে উত্তাল নাগপুর। সমাধি সরিয়ে ফেলার দাবি উঠেছে হিন্দুত্ববাদীদের তরফে। যা ধর্মীয় হিংসার আকার ধারণ করেছে। জানা গিয়েছে, প্রায় ১,০০০ জনের একটি উত্তেজিত জনতা পাথর ছোঁড়া, ভাঙচুর ও অগ্নিসংযোগে লিপ্ত হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন এবং একাধিক গাড়ি ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

হিংসার জেরে নাগপুর পুলিশ শহরে নিষেধাজ্ঞা জারি করেছে। পুলিশ ২০ জনেরও বেশি লোককে আটক করেছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জনগণকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছে। কংগ্রেস এই হিংসার নিন্দা করেছে। ষড়যন্ত্রের অভিযোগ আনছে। যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের পরাজিত করতে হবে, শান্তি রক্ষা করতে হবে। মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সপকাল এই হিংসাকে গোয়েন্দা ব্যর্থতা বলে স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা করেছেন। উত্তেজনা, পাথর ছোঁড়া ও অগ্নিসংযোগকে স্বরাষ্ট্র বিভাগের ব্যর্থতা। গত কয়েকদিন ধরে রাজ্যের মন্ত্রীরা উসকানিমূলক মন্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #RSS, #Nagpur, #Riots

আরো দেখুন