চলতি সপ্তাহেই রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুটি নির্বাচন ঘিরে রাজ্য বিজেপি-তে ব্যস্ততা তুঙ্গে। প্রথমটি রাজ্য সভাপতি নির্বাচন, দ্বিতীয় হল, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপি-র পরবর্তী রাজ্য সভাপতির উপর গুরুদায়িত্ব হল, ছাব্বিশের ভোট। পদে বসেই তাঁর অ্যাসিড টেস্ট। এহেন আবহে আগামী ৩০ মার্চ কলকাতায় রাজ্য বিজেপি-র সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ২৯ তারিখ রাতেই কলকাতায় পৌঁছে যাবেন অমিত শাহ।
চলতি সপ্তাহেই রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। সোমবার বিজেপির শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। প্রথামতো দিল্লি থেকেই রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের উত্তরসূরির নাম ঘোষণা হবে। অর্থাৎ, বঙ্গ বিজেপির সাংগঠনিক পদ থেকে সরতেই হচ্ছে সুকান্তবাবুকে। চর্চা ছিল, যেহেতু আগামী বছরই বাংলায় গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে, তাই বিশেষ পরিস্থিতি হিসেবে সুকান্তবাবুকেই স্বপদে বহাল রাখা হতে পারে। কিন্তু তা হচ্ছে না।
সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়, বিধানসভা ভোট পর্যন্ত আপনিই কি রাজ্য সভাপতি থাকছেন? জবাব এড়িয়ে তিনি বলেন, আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটারের মধ্যে বিজেপির অনেক কেন্দ্রীয় নেতা থাকেন। এই প্রশ্ন তাঁদের করুন। বিজেপি সূত্রে জানা গিয়েছে যে, আগামী ২৯ মার্চ কলকাতায় যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন বিজেপি সভাপতি এবং বঙ্গ ব্রিগেডের কোর কমিটির সঙ্গে কলকাতায় বসেই জরুরি সাংগঠনিক বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর। এর অর্থ, মোদী সরকারের সেকেন্ড ইন কম্যান্ডের প্রস্তাবিত বঙ্গ সফরের ঢের আগেই রাজ্য বিজেপির নয়া সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দলকে।