রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির “হিন্দু হিন্দু ভাই ভাই” পোস্টারের পাল্টা প্রচার তৃণমূলের, ফেস্টুনে ঢাকল কলকাতা থেকে জেলা

March 18, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হিসেবমত বিধানসভা ভোট আর ১ বছর পরেই। কিন্তু আগে থাকতেই রাজনৈতিক পারদ উর্ধমুখী। ২০২৬-এর বিধানসভা ভোটে কোন ইস্যুতে বিজেপি জোর দেবে, তার এক ঝলক দেখা গেছে বাঁকুড়ার একাধিক দেওয়াল লিখনে, যেখানে একটিতে বড় করে পদ্মফুল আঁকা আর লেখা রয়েছে “হিন্দু হিন্দু ভাই ভাই। ২০২৬-এ বিজেপি সরকার চাই।” কোথাও লেখা, “হিন্দুরা বাঁধো জোট, ২০২৬এ পদ্মফুলে সব ভোট।” কোথাও বা লেখা হয়েছে, “তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হোন। এইবার দরকার হিন্দুদের বিজেপি সরকার”। কোথাও পদ্মফুলের ছবি দিয়ে লেখা, “হিন্দুদের বাঁচার প্রতীক”।

স্বাভাবিকভাবেই খুল্লামখুল্লা হিন্দু জাতীয়তাবাদের এই প্রচার দেখে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। বোঝা যাচ্ছে এবারের ভোটে বিজেপির অন্যতম বড় হাতিয়ার হিন্দুত্ব। মেরুকরণের সব রকম চেষ্টা করা হচ্ছে। কার্যত সমস্ত হিন্দুদের একছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে।

তৃণমূলের বক্তব্য, বিভাজনের কথা বলছে বিজেপি। ওরা খালি বিভাজন চাই। তবে তৃণমূল তৈরি আছে। সেরকম কিছু হলে তৃণমূল তার মোকাবিলা করার জন্য সবরকমভাবে তৈরি আছে। ফলস্বরূপ, মালদা, বাঁকুড়া, হাবড়া থেকে বরানগর, রায়গঞ্জ। নদীয়ার হরিণঘাটা, কল্যানী থেকে বীরভূমের সাইথিয়া কিংবা ঝাড়গ্রাম শহর, পাশাপাশি কলকাতার শ্যামবাজার, বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী, সিটি সেন্টার, ইউপ্রো, রাজাবাজার, মানিকতলা, খান্না, হাতিবাগান, হেদুয়া, গিরিশ পার্ক, সুকিয়া স্ট্রিট, গৌরিবাড়ি থেকে কেষ্টপুর, বাগুইহাটি, কৈখালী, নাগেরবাজার, লেকটাউন ঢেকেছে আরেক পোস্টে ক্যাম্পেনে। সেই সব পোস্টারে লেখা হয়েছে, ….

হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু, বাঙালি পূর্ণমন্ত্রী নাই!

হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?

হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন যাই।

হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?

হিন্দু হিন্দু ভাই ভাই তবু, তেলের দামে লোটা চাই?

এছাড়াও আরও বিভিন্ন জায়গায় হিন্দুরাই আজ প্রশ্ন করছে বিজেপিকে। হিন্দুদের ভাই সাজার নাটক করে হিন্দুদেরই সর্বনাশ করার নাম বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #tmc, #campaign, #Hindu Hindu Bhai

আরো দেখুন