দেশ বিভাগে ফিরে যান

ন্যূনতম পেনশন নিয়ে সংসদে ‘আজগুবি’ তথ্য পেশের অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে

March 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ধিত হারে পেনশন প্রদান হোক বা ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি, ইপিএফ নিয়ে দীর্ঘদিন ধরেই সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে মোদী সরকার। কর্মী পিএফের পেনশন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে এবার সংসদে আজগুবি তথ্য প্রকাশের অভিযোগ আনছে বিরোধী দলগুলি। লোকসভায় শ্রমমন্ত্রকের কাছে এই সংক্রান্ত কিছু প্রশ্ন করেছিলেন ডিএমকে সাংসদ টিআর বালু। লিখিত জবাবে সোমবার কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৪৭ লক্ষ ইপিএফ সদস্য মাসে ন’হাজার টাকার কম পেনশন পেয়েছেন। এই জবাব ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফে পেনশন প্রাপকের সংখ্যা ৭৮ লক্ষ ৪৯ হাজার ৩৩৮ জন। অঙ্কের হিসাব অনুযায়ী, সেক্ষেত্রে ৩১ লক্ষের বেশি উপভোক্তা মাসে ন’হাজার টাকার উপরে পেনশন পাচ্ছেন?

সংসদে মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে ধন্দ শুরু হয়েছে। কোনও ইপিএফ গ্রাহক যদি সর্বোচ্চ ৩০ বছরের কর্মজীবন শেষে অবসর নেন, তাহলেও তাঁর পেনশনের পরিমাণ মাসে ন’হাজার টাকা হবে না। মোদী সরকারকে তুলোধোনা করেছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “ইপিএফ পেনশন নিয়ে মোদী সরকার অসত্য, বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। আজগুবি পরিসংখ্যান পেশ করে, গল্পের গোরুকে গাছে তুলে দায় এড়াতে চাইছে। বাস্তবে দেশজুড়ে অসংগঠিত ক্ষেত্রে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শ্রমিক-কর্মচারীর সংখ্যা। এর অর্থ একটাই, দেশের অর্থনীতির হাল খারাপ হচ্ছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #pension, #modi govt

আরো দেখুন