চোপড়ায় জীবিত তরুণী কন্যার শ্রাদ্ধানুষ্ঠান করলেন বাবা!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জীবিত তরুণী কন্যার শ্রাদ্ধানুষ্ঠান করলেন একরোখা বাবা। বাড়ি থেকে পালিয়ে পরিবারের অমতে এক যুবককে বিয়ে করেছেন ওই পরিবারের একমাত্র মেয়ে। আর সেটাই যেন ‘অপরাধ’। প্রথমে মেয়েকে বাড়ি ফিরে আসতে বলা হয়েছিল। কিন্তু ভালোবাসার প্রিয় মানুষের ঘর ছেড়ে আসার ‘অন্যায় আবদার’ মানতে চাননি নব বিবাহিতা তরুণী। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন তরুণীর বাবা ও অন্যান্য সদস্যরা।
শনিবার হোলির দুপুরে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হল। এ হেন বিরল আয়োজনের সাক্ষী থাকলেন উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুরহাট এলাকার কয়েকশো গ্রামবাসী। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, এই ঘটনা গ্রামের সামাজিক শান্তি ও ঐতিহ্য রক্ষার জন্য একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তাঁরা আশা করেন, আগামী দিনে গ্রামে এ ধরনের কোনও ঘটনা ঘটবে না। ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে আগামীতে গ্রামের আর কোনও মেয়ে এ ভাবে পরিবারের অমতে অন্য ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করতে সাহস না পায়, তাই এই বিশেষ ব্যবস্থা।
জানা গিয়েছে, গত ৯ মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান ওই তরুণী। তারপর তাঁরা বিয়েও করেন। চোপড়া থানার পুলিশের তরফে জানা গিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে সাবালিকা মেয়ের জবানবন্দি নিয়ে তাঁর ইচ্ছায় নতুন সংসারে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়।